Header Ads

প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ - ২০১৮ ব্যাচের ১৬ তারিখে যা যা করতে হবে



আসছে ১৬ তারিখে (১৬-০২-২০২০) প্রাইমারি সহকারি শিক্ষক - ২০১৮ ব্যাচের ওরিয়েন্টেশন
অনুষ্ঠান হবে সব জেলা প্রাইমারি শিক্ষা অফিসে। এই অনুষ্ঠানে যোগদানের আগে নিয়োগ প্রাপ্ত সব
সহকারী শিক্ষকদের দুটো কাজ সম্পূর্ন করতে বলা হয়েছে।

এক- সিভিল সার্জনের কার্যালয় থেকে ফিটনেস সার্টিফিকেট পাওয়া

এ জন্য আপনাকে আপনার জেলার সিভিল সার্জন অফিস থেকে যে টেস্ট গুলো করতে বলবে সে
টেস্ট গুলো কোন সরকার অনুমদিত হাসপাতাল,ক্লিনিক বা ডায়াগনিস্টিক সেন্টার থেকে করতে হবে।
বেশির ভাগ জেলায় ব্লাড টেস্ট এবং হেপাটাইটিস (জন্ডিস)টেস্ট করালেই হচ্ছে। কিছু জায়গায় শুধু
ব্লাড টেস্ট করালেও হচ্ছে। আবার কিছু জায়গায় এক গাদা টেস্ট করতে দেওয়া হচ্ছে যেটার কোন
দরকার নাই বলা যায়।
টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে সিভিল সার্জন অফিস গিয়ে রিপোর্ট দেখিয়ে, সিভিল সার্জন অফিস থেকে দেওয়া
ফরম পূরন করে ,হাতের আঙ্গুলের ছাপ দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিবেন।

সিভিল সার্জন অফিসে যা যা লাগবে
টেস্ট রপোর্ট এর কপি
নিয়োগ পত্রের ফটোকপি এক সেট
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
সিভিল সার্জন অফিস ফি - ৩০০ টাকা

দুই- পুলিশ ভেরিফিকেশন ফরম পূরন করে নিয়ে যাওয়া

এজন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফরম সংগ্রহ করে তা পূরন করে ১৬ তারিখে জমা দিতে হবে।
ফরম জেলা প্রাইমারি শিক্ষা অফিসে পাবনে। বিভিন্ন ফটোকপি দোকানে পাবেন। আবার আমার লেখার
নিচেও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি নিয়ে প্রিন্ট দিয়ে পূরন করতে পারেন।এজন্য এখনি থানায় যেতে হবে না।
যোগদানের পর ভেরিফিকেশন হবে।

Primary Police Verification form

কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান

No comments

Powered by Blogger.