Header Ads

Suggestion- টেলর, জনতা ব্যাংক।

যে ৯৭৪২ জন জনতা টেলার লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন, যাদের কোন চাকুরী নেই... নিসন্দেহে তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ.... 

পদ সংখ্যা ৫৩৬ টি, ভাইভার জন্য টিকানো হবে ৫৩৬*৩= ১৬০০ এর বেশি। প্যানেল সহ অনেকের ভাগ্য খুলবে... সবার জন্য শুভ কামনা...

যাদের এই জবটি খুব বেশি দরকার, তাদের জন্য আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু 🙂

প্রথমতঃ আহসানউল্লাহর বিগত সব লিখিত ম্যাথ অবশ্যই করবেন।
দ্বিতীয়তঃ অনুবাদ অনুশীলন করবেন, সেটা যেখান থেকেই হোক। খুব কঠিন অনুবাদ চার্চা করার দরকার নেই, অস্ট মাঝারি লেভেলের অনুবাদ দেয়।
তৃতীয়তঃ অস্ট রচনা, আবেদনপত্র, eassy দেয় পরিবেশ, ব্যাংকিং, প্রযুক্তি, দুর্যোগ, ইত্যাদি থেকে, সুতরাং এসবের ডাটা দেখে যাবেন। আর আবেদন পত্রের ফরম্যাট দেখে যাবেন অবশ্যই। 
চতুর্থতঃ কয়েকটা পেসেজ চর্চা করে যাবেন।
পঞ্চমঃ অস্ট এর প্রিয় অধ্যায় গুলো যেমন- Train, boat, speed, pipe n tank, probability, work n time, algebra, measurement গুলো ভাল করে দেখবেন।

লিখিত পরীক্ষার সময়ঃ

যারা ভাল ম্যাথ পারেন, তারা সর্বোচ্চ ৪০/৪৫ মিনিটের মধ্যে যা পারেন করবেন। মনে রাখবেন, পরীক্ষায় সবসময় সব ম্যাথ সবাই পারে না। কিছু ম্যাথ থাকে যা পরীক্ষার্থীদের puzzled করার জন্য দিয়ে দেয়। অনেকে ঐসব ম্যাথ করতে গিয়ে সময় নষ্ট করে। সুতরাং, খুব কঠিন ম্যাথ করার দরকার নেই, অনেক সময় নিয়ে সব ম্যাথ করার দরকার নেই। যতগুলো পারেন, তা করে লিখিত লিখা শুরু করে দিবেন।

যারা লিখিত ভাল পারেন তারা প্রথম ১.৩০ ঘন্টায় ১৩০ এর উত্তর করবেন। এবং বাকি ৩০ মিনিটে যতগুলো সম্ভব ম্যাথ পারেন, করবেন!

ফুল আন্সারঃ পরীক্ষার হলে ডুকবেন ফুল আন্সার করার মনোভাব নিয়ে। প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, অবশ্যই অবশ্যই ফুল আন্সার করবেন। ফুল আন্সার না করলে আপনার জব পাওয়ার সম্ভাবনা ৯০% চলে যায়। এই জন্য Time management খুব দরকারী। কোন একটি প্রশ্ন ভাল করে লিখতে গিয়ে অতিরিক্ত সময় খোয়াবেন না। সব টাচ করে আসবেন। এবং আবেদন পত্রে ফরমাট যেন সঠিক হয় সে দিকে খেয়াল করবেন।

ভুল ত্রুটি এবং অনধিকার চর্চা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙂
শুভ কামনা আবারও

ধন্যবাদ

No comments

Powered by Blogger.