বেছে নিন আপনার ব্যাংক
বর্তমান সময়ে ব্যাংক জব খুব জনপ্রিয়। আবার ব্যাংক ভেদে সুবিধা অসুবিধাও আছে কিছু।সব মিলিয়ে নিজের জন্য সুবিধা জনক ব্যাংক বাছাই করতে হবে।তাই চয়েজলিস্ট দিন নিজ দায়িত্বে বুঝে শুনে,কারণ নানা মুনির নানা মত।এখানে মোটামুটি ভালো ধারণা পাবেন,এখন সিদ্ধান্ত আপনার।।।
১) ICB(Investment Corporation of Bangladesh (বাংলাদেশ বিনিয়োগ সংস্থা)
(সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি।)
ধরণ: আর্থিক প্রতিষ্ঠান
Entry level:
১) সিনিয়র অফিসার
২) অফিসার [ক্যাশিয়ার নিয়োগ হয়]
১) সিনিয়র অফিসার
২) অফিসার [ক্যাশিয়ার নিয়োগ হয়]
আলোচনা:
আইসিবি বাংলাদেশের শেয়ার মার্কেটে সবচেয়ে বড় বিনিয়োগকারী।বাংলাদেশ ব্যাংকের পরে যে কোনো সুযোগ সুবিধার দিক থেকে ICB ভালো বলা যায়।যে কোনো বানিজ্যিক/বিশেষায়িত/আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অনেকের পছন্দের তালিকায় প্রথম থাকা স্বাভাবিক।কাজের চাপ ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কম।অফিসের পরিবেশ যথেষ্ট সুন্দর এবং গোছানো।মাত্র কয়েকটি শাখা হওয়ায়া বিভাগীয় শহরে থাকতে পারবেন।
Incentive:
তথ্য মতে এবার ৪ টি দেওয়া হয়েছে।তবে এর আগে ৭/৮ টি ইনসেনটিভ ও দেওয়া হয়েছে ( সংগৃহীত)।হোম লোন: সবোর্চ্চ ১ কোটি টাকা।আপনি টাকা একবারে উত্তোলন করতে পারবেন।হোম লোন ICB তে বেস্ট বলা যায়। তাছাড়া কার লোন ও আছে।
প্রোমোশন:
অনেক ভালো বলা যায়।কেউ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করলে ৩-৩.৫ বছরে প্রিন্সিপাল অফিসার হয়ে যাবেন।২০১৫ তে যারা ICB তে যোগদান করেছে ২০১৮ যে অধিকাংশই প্রিন্সিপাল অফিসার হয়েছে। অফিসার থেকে ৪ বছরে সিনিয়র অফিসার হওয়া সম্ভব।এক কথায় বলা যায় এই আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করলে নিজেকে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দেখা সম্ভব।
GPF চালু আছে অর্থাৎ পেনশন আছে। পেনশন সবচেয়ে বড় একটি চাওয়া যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।
২)সোনালী ব্যাংক লিমিটেড
রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক ( শতভাগ শেয়ারের মালিক সরকার) অর্থাৎ শতভাগ মালিকানাধীন রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক।দেশের বৃহত্তম বানিজ্যিক ব্যাংক।
ধরণ: পাবলিক লিমিটেড কোম্পানি
Entry Level:
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল এবং ক্যাশ)
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল এবং ক্যাশ)
সুযোগ-সুবিধা বা অসুবিধা:
প্রমোশন:
মোটামুটি।তবে অফিসার বা অফিসার ক্যাশ থেকে সিনিয়র অফিসার হতে ৭-৮ বছর লাগতে পারে তবে ব্যাংকিং ডিপ্লোমা থাকলে সময়টা কম হবে।
Incentive: ৩ টা(কম/বেশি ও হতে পারে)
সম্মান:
বাংলাদেশ ব্যাংকের পরে এই ব্যাংকের কর্মচারীদের সম্মান দেওয়া হয়ে থাকে।কাজের পরিমাণ অন্যান্য ব্যাংক থেকে অনেক বেশি হলেও অনেক কিছু শিখতে পারবেন। ব্যাংক ক্যারিয়ার হিসেবে এই ব্যাংক প্রথম পছন্দ হিসেবে নিতে পারেন যারা কাজ ভালোবাসেন।আর সবচেয়ে বড় সুবিধা হলো সরকারের অধিকাংশ কাজ এই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবার কারণে যত দিন যাচ্ছে এই ব্যাংক আরো শক্তিশালী হচ্ছে।
হোম লোন:
সোনালী ব্যাংকের হোম লোন policy অনেক ভালো।তবে স্থানভেদে বা কিভাবে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনবেন এর ভেদে টাকা কম বা বেশি হতে পারে। সর্বোচ্চ-৮০/৮৫ লক্ষ টাকা।এছাড়া কম্পিউটার, মোটরবাইক এবং কার লোন ও আছে।
কাজের পরিমাণ বেশি হবার কারণে এই ব্যাংকে রিস্ক ও বেশি।কোনো ভুল ত্রুটি হলে সমাধান আপনাকেই দিতে হবে। ব্যাংকের পরিবেশ অন্য যে কোনো ব্যাংক থেকে কোলাহোল পূর্ণ। অনেক ব্রাঞ্চ আপনার কাছে মাছের বাজার মনে হবে।
বর্তমানে ২০০৭ এর পর থেকে CPF চালু আছে তবে GPF এ আবার ফিরে যাবার সম্ভাবনা রয়েছে।
ব্রাঞ্চ ভিত্তিক কাজের চাপ।তবে স্বাভাবিক ভাবে আপনার যে এলাকায় পোস্টিং হবে সেই এলাকার সবথেকে বেশি কাজ করা ব্যাংক অর্থাৎ চাপ সবথেকে বেশি হবে।আবার এটাও সত্য ঐ এলাকার সবথেকে শক্তিশালী ব্যাংকও এটাই।কারণ সকল ব্যাংক এই ব্যাংকের গ্ৰাহক।
৩)অগ্ৰনী ব্যাংক লিমিটেড
রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক ( শতভাগ শেয়ারের মালিক সরকার) অর্থাৎ শতভাগ মালিকানাধীন রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক। দেশের ৩য় বৃহত্তম বানিজ্যিক ব্যাংক।
ধরণ: পাবলিক লিমিটেড কোম্পানি
Entry Level:
।)সিনিয়র অফিসার
।।)অফিসার (ক্যাশ)
বর্তমানে অগ্ৰনী ব্যাংকে বিগত ৫-৬ বছর অফিসার (জেনারেল) নিয়োগ আর হচ্ছে না। তাদের entry level দুইটা বর্তমানে।
।)সিনিয়র অফিসার
।।)অফিসার (ক্যাশ)
বর্তমানে অগ্ৰনী ব্যাংকে বিগত ৫-৬ বছর অফিসার (জেনারেল) নিয়োগ আর হচ্ছে না। তাদের entry level দুইটা বর্তমানে।
আলোচনা:
প্রোমোশন:
মোটামুটি ভালো।৪/৫ বছর অফিসার (ক্যাশ) থেকে সিনিয়র অফিসার হতে পারবেন। বানিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক।কাজের চাপ সোনালী ব্যাংক অপেক্ষা কম তবে একেবারে কম নয়,প্রায় কাছাকাছি।এই ব্যাংকের সবথেকে বড় সুবিধা হলো বর্তমানে এদের প্রমোশন policy যথেষ্ট ভালো। দ্রুত ডিপ্লোমা সম্পন্ন করলে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিজেকে দেখা সম্ভব।
হোম লোন:
হোম লোন policy ভালো।তবে স্থানভেদে বা কিভাবে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনবেন এর ভেদে টাকা কম বা বেশি হতে পারে।সবোর্চ্চ ৮০-৮৫ লক্ষ টাকা। এছাড়া কম্পিউটার, মোটরবাইক এবং কার লোন ও আছে।
Incentive: ৩/৪ টি
বর্তমানে CPF চালু আছে। ভবিষ্যতে GPF চালু করার সম্ভাবনা আছে।
এই ব্যাংকের কিছু কিছু ব্রাঞ্চের কাজ বা কোনো কোনো দিনের কাজ আপনার রাত ও ছোট করে দিবে।
৪)রুপালী ব্যাংক লিমিটেড:
রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক ( ৯০.১৯ ভাগ শেয়ারের মালিক সরকার)
ধরণ: পাবলিক লিমিটেড কোম্পানি
Entry Level:
।)সিনিয়র অফিসার,
।।)অফিসার (জেনারেল এবং ক্যাশ))
।)সিনিয়র অফিসার,
।।)অফিসার (জেনারেল এবং ক্যাশ))
সুযোগ-সুবিধা বা অসুবিধা:
আলোচনা:
বর্তমানে যে কোনো বানিজ্যিক বা বিশেষায়িত ব্যাংকের মধ্যে সুযোগ সুবিধার দিক থেকে বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
প্রমোশন: বর্তমানে ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো প্রমোশন পলিসি।
হোম লোন: হোম লোন ভালো । তবে স্থানভেদে বা কিভাবে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনবেন এর ভেদে টাকা কম বা বেশি হতে পারে।।সর্বোচ্চ-৮০/৮৫ লক্ষ টাকা।এছাড়া কম্পিউটার, মোটরবাইক এবং কার লোন ও আছে।
Incentive: ২/৩ টা (কম বা বেশি হতে পারে)
এই ব্যাংকের সবচেয়ে বর্তমানে বড় সুবিধা হলো এই ব্যাংকে GPF চালু আছে।সরকারি প্রতিষ্ঠানে চাকরির সবথেকে বড় সুবিধা হলো পেনশন।যেটা এই ব্যাংকে বিদ্যমান।যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারাই জানের GPF এবং CPF এর পার্থক্য কি।তাই এই ব্যাংক অনেকের চোখেই পছন্দের প্রথমে থাকতে পারে।
এই ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা সোনালী বা অগ্ৰণী থেকে অনেক কম হওয়ায় নিজ এলাকায় বা কাছাকাছি জেলায় পোস্টং পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।
সোনালী বা অগ্ৰণী ব্যাংক থেকে কাজের চাপ তুলনামূলক কম।তবে প্রত্যেক ব্যাংকের জন্য এটাই সত্য কাজের চাপ ব্রাঞ্চ ভিত্তিক নির্ভর করে।
৫)জনতা ব্যাংক লিমিটেড
রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক ( শতভাগ শেয়ারের মালিক সরকার) অর্থাৎ শতভাগ মালিকানাধীন রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংক। দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক ব্যাংক।
ধরণ: পাবলিক লিমিটেড কোম্পানি
Entry Level:
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল) এবং অফিসার (ক্যাশ)
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল) এবং অফিসার (ক্যাশ)
সুযোগ-সুবিধা বা অসুবিধা:
আলোচনা:
হোম লোন:ভালো।তবে স্থানভেদে বা কিভাবে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনবেন এর ভেদে টাকা কম বা বেশি হতে পারে। সর্বোচ্চ-৯৫/১০০ লক্ষ টাকা।এছাড়া কম্পিউটার, মোটরবাইক এবং কার লোন ও আছে।
Incentive: ২/৩ টা
প্রোমোশন: মোটামুটি।তবে সোনালী,অগ্ৰণী এবং রুপালি ব্যাংক থেকে এদের প্রমোশন বর্তমানে ধীরগতিতে চলছে। সোনালী ব্যাংকের পরেই কাজের চাপের দিক থেকে জনতা ব্যাংক আছে। বর্তমানে ৪ বৃহত্তম বানিজ্যিক ব্যাংকের মধ্যে সুযোগ সুবিধার দিক থেকে কিছুটা পিছিয়ে আছে।
বর্তমানে ২০০৭ এর পর থেকে CPF চালু আছে তবে GPF এ আবার ফিরে যাবার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ঋণ খেলাপির তালিকায় বানিজ্যিক ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক শীর্ষে রয়েছে। যদিও ২য় বৃহত্তম ব্যাংক হবার কারণে সমস্যাটি দ্রুত কাটিয়ে উঠবে আশা করা যায়।
৬) বাংলাদেশ কৃষি ব্যাংক
শতভাগ সরকার মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক।
Entry Level:
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল) এবং অফিসার (ক্যাশ)
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল) এবং অফিসার (ক্যাশ)
ধরণ: রাষ্ট্রীয় মালিকানাধীন (ব্যাংক)
আলোচনা:
কৃষি উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে এই ব্যাংকের প্রধান কাজ। রাজশাহী এবং রংপুর বিভাগ ব্যাতীত সারা বাংলাদেশে ১০০০+ ব্রাঞ্চ থাকায় নিজের এলাকায় থাকা যায় এই ব্যাংকে।কাজের চাপ বানিজ্যিক ব্যাংক হতে কম তবে বর্তমানে শহরের ব্রাঞ্চ গুলোতে কাজের চাপ ভালোই। বর্তমানে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি রয়েছে এই ব্যাংকে যা ৯০০০+ কোটি টাকা যা সকল রাষ্ট্রায়াত্ত বানিজ্যিক ব্যাংকের মূলধন ঘাটতির থেকেও বেশি।এই ব্যাংকের সবচেয়ে দুঃখজনক একটা দিক হচ্ছে পোস্টিং।গ্ৰাম বাংলার মানুষের ব্যাংক হওয়ায় অধিকাংশ ব্রাঞ্চ গ্ৰামে অবস্থিত।
Incentive: বর্তমানে নেই।
হোম লোন: সবোর্চ্চ- ৮৫ লক্ষ টাকা। যদিও নামমাত্র ৮০/৮৫ লক্ষ টাকা একবারে একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য পাওয়া সম্ভব না আবার ১/২/৩ কিস্তিতে ও আপনি সর্বোচ্চ টাকা পাবেন না। কয়েক কিস্তিতে হোম লোন দিয়ে থাকে।তাই বলা যায় এদের হোম লোন পলিসি ভালো না। অন্যান্য লোন কম্পিউটার,মোটরবাইক।
প্রোমোশন: অফিসার বা অফিসার (ক্যাশ) এ যারা যোগদান করে থাকে তাদের বর্তমান প্রেক্ষাপটে প্রোমোশন পেতে অনেক সময় লাগবে।যেমন নতুন অফিসার (১৭২২) জন যারা আছেন আপনাদের প্রমোশন পেতে বর্তমান হিসেবে অনেক সময় লাগবে।
তবে যারা সিনিয়র অফিসার হিসেবে যোগদান করবেন তারা প্রোমোশন এর ক্ষেত্রে ভাগ্যবান।আমার জানা মতে সবথেকে দ্রুত সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হওয়া যায় কৃষি ব্যাংকে( সময়-৩/৪ বছর)।SPO পর্যন্ত ডিপ্লোমা না করলেও প্রমোশন পাবেন।তবে AGM হতে হলে ডিপ্লোমা প্রয়োজন হবে।
কৃষি ব্যাংকের একটা বড় সুবিধা হলো এই ব্যাংকের GPF চালু আছে অর্থাৎ এই ব্যাংকে পেনশন চালু আছে। সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ-সুবিধার কথা বিবেচনা করলে পেনশন একটা মূখ্য বিষয়।
৭) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
শতভাগ সরকার মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক।
Entry Level:
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল) এবং অফিসার (ক্যাশ)
।) সিনিয়র অফিসার
।।)অফিসার (জেনারেল) এবং অফিসার (ক্যাশ)
ধরণ: রাষ্ট্রীয় মালিকানাধীন (ব্যাংক)
আলোচনা:
বর্তমানে কৃষি দুইটা ব্যাংকের মধ্যে ভালো অবস্থানে রয়েছে।গত বছর ব্যাংকটি লাভ ও করেছে।
Incentive: বর্তমানে নেই।
প্রোমোশন: মোটামুটি ভালো। অফিসার বা অফিসার ক্যাশ থেকে ৫ বছরে প্রমোশন পেয়ে SO হতে পারেন।SPO পর্যন্ত ডিপ্লোমা লাগে না। বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এদের প্রোমোশন যথেষ্ট ভালো বলা যায় বর্তমানে।
হোম লোন: সবোর্চ্চ- ৮৫ লক্ষ টাকা। যদিও নামমাত্র ৮০/৮৫ লক্ষ টাকা একবারে একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য পাওয়া সম্ভব না আবার ১/২/৩ কিস্তিতে ও আপনি সর্বোচ্চ টাকা পাবেন না। কয়েক কিস্তিতে হোম লোন দিয়ে থাকে।তাই বলা যায় এদের হোম লোন পলিসি ভালো না। অন্যান্য লোন কম্পিউটার,মোটরবাইক।
বর্তমানে এই ব্যাংকে GPF চালু আছে অর্থাৎ এই ব্যাংকে পেনশন চালু আছে। সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ-সুবিধার কথা বিবেচনা করলে পেনশন একটা মূখ্য বিষয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই দুই ব্যাংকে চাকরি করলে অন্যান্য সুযোগ সুবিধার চিন্তা না করায় ভালো বেতন,উৎসব ভাতা এগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
সংশোধনী: গত শনিবার রুপালী ব্যাংক এর হোম লোন সর্বোচ্চ-৮৫ লক্ষ টাকা বলেছিলাম। বর্তমানে সবোর্চ্চ ১ কোটি টাকা করা হয়েছে।
৮)Bangladesh House Building Finance Corporation(BHBFC)
(রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান)
ধরণ: আর্থিক প্রতিষ্ঠান।
Entry Level:
i) সিনিয়র অফিসার
ii) অফিসার
i) সিনিয়র অফিসার
ii) অফিসার
আলোচনা:
দেশের গৃহায়ন সমস্যার সমাধানে জনসাধারনকে গৃহ নির্মানের জন্য আর্থিক সহযোগিতা করে থাকে।এই প্রতিষ্ঠানের কাজ অন্যান্য বানিজ্যিক বা বিশেষায়িত ব্যাংক থেকে তুলনামূলক কম।তবে শাখা কম হবার কারণে নিজের এলাকায় থাকার সম্ভাবনা অনেক কম। অনেকেই ভেবে থাকেন হয়তো হাউজবিল্ডিং এ আর্থিক সুযোগ সুবিধা বানিজ্যিক বড় চারটি বানিজ্যিক ব্যাংক থেকে বেশি।এটা কিন্তু কোন মতেই ঠিক না,হয়তো কাজের চাপ তুলনামূলক কম কিন্তু আর্থিক সুযোগ-সুবিধা একই বা কম।
হোম লোন: সবোর্চ্চ ৭৫/৮০ লাখ টাকা। মোটামুটি ভালো।তবে স্থানভেদে বা কিভাবে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনবেন এর ভেদে টাকা কম বা বেশি হতে পারে।( সংগৃহীত)
Incentive: ২ টি( কম/বেশি হতে পারে)
প্রোমোশন: মোটামুটি।এই প্রতিষ্ঠানে শুরুতে প্রোমোশন মোটামুটি ভালো হলেও শেষের দিকে অনেকটাই উল্টো।কারণ যেমন লোকবল প্রাথমিক পর্যায়ে নিয়োগ করা হয় তার সেই অনুপাতে উপরের পদসংখ্যা যথেষ্ট কম।এই দিক থেকে ICB যথেষ্ট ভালো তারা তাদের কর্মী এমনভাবে নিয়োগ দেয় যেন উপরের বড় পদগুলোর সাথে প্রোমোশনের একটা সমতা ঠিক থাকে, অর্থাৎ সবাই কমপক্ষে একটা বড় পদে যাওয়ার আশা করতে পারে।
বর্তমানে এই প্রতিষ্ঠানে GPF চালু আছে অর্থাৎ পেনশন আছে।
No comments