Suggestions - Bank Job Preliminary Exam Suggestion For AUST
আহসানউল্লাহ সাধারনত প্রিলিতে একই ধাচের প্রশ্ন করে।প্রশ্ন মুটামুটি পাঁচ ভাগে ভাগ থাকে।
বাংলা - ১৬ মার্ক
প্রশ্ন খুব সহজ হয় এবং পূর্বের সব প্রশ্ন সলভ করলে আট দশটা কমন পাওয়া যাবে।আসা ট্রপিকগুলো থেকেই ঘুরে ঘুরে আবার প্রশ্ন আসে। তাই ভাল করার জন্য প্রিভিয়াস সহ ট্রপিক ধরে সেই ট্রপিকে অন্য এক্সামে আসা প্রশ্ন পড়ে ফেলুন।ইংরেজি - ১৬ মার্ক
প্রশ্ন মোডারেট আসে। প্রিভিয়াস পড়লে কিছু কমন পাওয়া যাবে।তবে প্রিভিয়াস ট্রপিক বই এবং এক্সামভিডা থেকে পড়লে কমন পাবেন।অংক - ২২ থেকে ২৪ মার্ক
অঙ্ক তুলোনা মূলক কঠিন দেয়। রিটেন টাইপের ম্যাথ প্রিলিতে দেয় কিন্তু অনেক ম্যাথ রিপিট করে। যে অধ্যায় গুলো থেকে বেশি ম্যাথ দেয়।Most Important
1.Time and work (সময় এবং কাজ )/ Pipe & Cistern(পাইপ এবং চৌবাচ্চ)
2. Time and distance (দুরত্ব এবং সময়)
3. Profit and loss (লাভ ক্ষতি)
4. Train/ boat and stream (ট্রেইন, নৌকা স্রোত)
5. Probability (সম্ভাব্যতা)
6. Percentage (শতকারা)
7. Partnership(অংশীদারি কারবার)
8. Interest (সুদাশল)
9. Average (গড়)
10. Age (বয়স)+ Ratio (অনুপাত) + Average (গড়) ( mix question)
11. Number (সংখ্যা) / Number system (সংখ্যা পদ্ধতি)
12. Surds and index (লগ এবং সুচক)
13. Mixture (মিশ্রণ)
Less important but can't be avoided at all
14. Unitary Method (ঐকিক নিয়ম)
15. Square Root (বর্গ)
16. Fraction (ফাংশন)
17. Simplification (সরল)
18. Inequality (অসমতা)
20. Set and Venn Diagram (সেট এবং ভেন চিত্র)
সাধারন জ্ঞান - ১৪ থেকে ১৬ মার্ক
কিছু বেসিক প্রশ্ন খুব সহজ হয়। সাম্প্রিক প্রশ্ন আসে না বললেই চলে।পিভিয়াস প্রশ্ন আর এক্সামভেডা ওয়েবসাইট পড়লে ভাল করা যাবে।কিছু কমন প্রশ্ন আসে। যেমনঃ বিভিন্ন পরিমাপ যন্ত্র।কম্পিউটার - ১০ মার্ক
প্রায় সব সময় সব এক্সামভেডা ওয়েবসাইট থেকে দেয়। তাই প্রিভিয়াস প্রশ্ন আর এক্সামভেডা ওয়েবসাইট পড়লেই যথেষ্ঠ।
Bank Job Suggestions For AUST. Happy Reading...
No comments